কানাডা : বিশ্বমানের উচ্চশিক্ষার সহজতর পথ

 


কানাডা
: বিশ্বমানের উচ্চশিক্ষার সহজতর পথ

বিদেশে উচ্চশিক্ষার জন্য কানাডা হতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যস্থল প্রতিবছর হাজার হাজার বিদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি জমায় তাদের পছন্দের শীর্ষে রয়েছে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি, দ্যা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলোম্বিয়া, ইউনিভার্সিটি অফ আলবার্টা এবং সিমন ফ্রেজার ইউনিভার্সিটির মতো বিশ্বর্যাংকিং এর প্রথমসারির বিশ্ববিদ্যালয়গুলো এখানকার আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা পৃথিবীব্যাপি স্বীকৃত ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় দেশের আন্তর্জাতিক ্যাংকিংপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত ডিগ্রি সমমানের ধরা হলেও, আবেদনযোগ্যতা অভিবাসনে কানাডার সহজ শর্ত দেশটির প্রতি বিদেশী শিক্ষার্থীদের আকর্ষন বাড়িয়ে দিয়েছে বহুগুনে বিদেশে উচ্চশিক্ষার প্রক্রিয়া ঝামেলাবহুল মনে হলে, আপনার জন্য কানাডা হতে পারে স্বপ্নপূরনের সহজ উপায় যে কারনগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় উচ্চশিক্ষা সহজতর করে তুলছে তা হলো-

সহজশর্তে যোগ্যতা যাচাই:

ইউএস এর বিশ্ববিদ্যালয়গুলোর মতো স্নাতক কোর্সগুলোর জন্য আবেদন করতে কানাডায় SAT/ACT-এর স্কোর জমা দেওয়া বাধ্যতামূলক নয় এমনকি কানাডিয়ান অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতকোত্তরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের GRE টেস্ট এর স্কোরও চাওয়া হয় না ফলে শিক্ষার্থীরা SAT/ACT/GRE বা অন্য কোনো যোগ্যতা যাচাই পরিক্ষায় অংশগ্রহন না করেও কানাডায় উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারে

আবার কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজী ভাষা দক্ষতা যাচাইয়ে রাখা হয়েছে IELTS স্কোর-এর বহু বিকল্প-

TOEFL বা অন্য কোনো ভাষা দক্ষতা যাচাই স্কোর

চারবছর বা তার অধিক সময় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার অভিজ্ঞতা

অন্তত এক সেমিস্টার অথবা এক বছর বিশ্ববিদ্যালয়েরইংরেজী ভাষা কোর্সেঅংশগ্রহনের অভিজ্ঞতা

যেকোনো একটি বিকল্পগ্রহন করে IELTS স্কোর ছাড়াই আপনি পেতে পারেন কানাডায় পড়ার সুযোগ

সহজ আবেদন প্রক্রিয়া:

কানাডার বিশ্ববিদ্যালয়গুলো বিদেশী শিক্ষার্থীদের থেকে অনলাই্নে আবেদনগ্রহন করে থাকে পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগাযোগ করে, উদ্দেশ্য জানিয়ে বিবৃতিপত্র (SOP) দিতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় সুপারিশপত্র(LOR) পাঠিয়ে থাকে LOR এর শর্তানুযায়ী কাগজপত্র জমা দেওয়ার পর, আবেদনগৃহীত হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভিডিও ইন্টারভিউ নেওয়া হয় এরপর ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীকে চূড়ান্ত ফল জানানো হয় আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আবেদনকার্যে সহযোগিতা পেতে যোগাযোগ করুন Eduhub এর ওয়েবসাইটে অথবা প্রদত্ত ফোন নম্বরে

আবেদনকার্যে প্রয়োজনীয় কাগজপত্র-

·         IELTS, TOEFL স্কোর বা বিকল্প ভাষা দক্ষতার সার্টিফিকেট

·         প্রযোজ্য একাডেমিক পরিক্ষা যেমন: এইচ.এস.সি/ লেভেল/স্নাতক ডিগ্রির মার্কশীটের এটেস্টেড কপি

·         সাম্প্রতিক শিক্ষাদানকারী অন্তত দুইজন শিক্ষকের সুপারিশপত্র

·         স্টেটমেন্ট অফ পারপাস(SOP)

·         রিজিউমি

·         মেডিকেল টেস্টের রিপোর্ট

·         ফান্ডের প্রমানপত্র

এছাড়া আপনি যোগ্যতাযাচাই পরিক্ষায় অংশ নিলে তার স্কোর রিপোর্ট, পড়ালেখার বাইরে জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করলে পুরস্কারপ্রাপ্তির সাটিফিকেট পাঠাতে পারেন। আর্ট/ডিজাইন/আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য পোর্টফোলিও পাঠানো আবশ্যক।

সহজ ভিসা পলিসি:

কানাডার ভিসা আবেদন প্রক্রিয়া আপেক্ষিকভাবে সহজ সংক্ষিপ্ত হওয়ায় বিদেশী শিক্ষার্থীদের কানাডায় অধ্যয়নের হার দিন দিন বাড়ছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভিসা শিক্ষা অনুমোদন ব্যতিত (সর্বোচ্চ) ছয় মাস কানাডায় অধ্যয়নের সুবিধা পেয়ে থাকে পরবর্তী শিক্ষাকালীন সময়ে শিক্ষা অনুমোদনপত্র আবশ্যক। শিক্ষা অনুমোদনপত্র পেতে শিক্ষার্থীর আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপত্র, প্রশাসনিক কতৃপক্ষের স্বীকৃতিপত্র(কিউবে-তে আবেদনকারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য), কানাডিয়ান ছাত্রভিসা ইত্যাদি কাগজপত্রের প্রয়োজন হয়।

বহু বিকল্প বিশ্ববিদ্যালয় বিষয় নির্বাচনের সুযোগ:

বিদেশে পড়তে চাচ্ছেন অথচ বিশ্বর্যাংকি-এর প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনশর্ত পূরন করা সম্ভব হচ্ছে না? হতাশ হবেন না, কানাডায় মধ্যমমানের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহজ শর্তে স্বল্প টীউশন ফিতে ভর্তি হওয়ার সুযোগ দিয়ে থাকে। কানাডা বিশ্ববিদ্যালয়গুলোয় সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথমেটিক্স (SETM) ডিগ্রির অধীনে বহু বিকল্প বিষয় আছে। বিজনেস স্টুডেন্টদের জন্যও রয়েছে অনেক বিকল্প বিষয় বেছে নেওয়ার সুযোগ। এছাড়া বিষয় নির্বাচনে দ্বিধায় থাকা শিক্ষার্থীদের জন্য রয়েছে ১৭ থেকে ২৪ মাসের অপশনাল প্রাকটিসিং ট্রেনিং (OPT) এর সুযোগ।

কানাডার বিশ্ববিদ্যালয়গুলোয় সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত হয় কোর্সভেদে বছরে সেপ্টেম্বর এবং জানুয়ারি দুই সময়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে

তুলনামূলক স্বল্প টিউশন ফি জীবনযাত্রা ব্যয়:

ইউএস, অস্ট্রেলিয়া এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় কানাডার উচ্চশিক্ষা কম ব্যয়বহুল, যা কম আর্থিক সামর্থ্যের শিক্ষার্থীদের জন্য কানাডায় উচ্চশিক্ষাগ্রহন সহজ করে দিচ্ছে গ্রাজুয়েশন কোর্সগুলোর জন্য কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে বার্ষিক গড় টিউশন ফি ১৬,৭৪৬ ইউএস ডলার, যেখানে ইউএস বিশ্ববিদ্যালয়গুলো্তে বার্ষিক গড় টিউশন ফি ২৪৯১৪ ইউএস ডলার, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বার্ষিক গড় টিউশন ফি ২৪০৮১ ইউএস ডলার এবং ইউকে বিশ্ববিদ্যালয়গুলোতে বার্ষিক গড় টিউশন ফি ২১৩৬৫ ইউএস ডলার একইভাবে পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোর জন্য কানাডার বিশ্ববিদ্যালয়গুলোয় টিউশন ফি ১১৪৫০ ইউএস ডলার থেকে ৪১৯৮৫ ইউএস ডলারের মধ্যে, যা অন্যান্য দেশের তুলনায় বেশ কম

এছাড়া কানাডার জীবনযাত্রার ব্যয়ও অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় বেশ কম

অধিক স্কলারশীপের সুযোগ:

সময়ের সাথে সাথে বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি বাড়ছে, এর সাথে সাথে বিদেশী শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখে কানাডায় বাড়ছে স্কলারশীপ প্রদানের হার সংখ্যায় কম হলেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশীপের ব্যবস্থাও রয়েছে কানাডায় সরকারপ্রদত্ত, বেসরকারী বিশ্ববিদ্যালয়প্রদত্ত তিন ধরনের স্কলারশীপের ব্যবস্থা রয়েছে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোয় স্কলারশীপের অধিক সুবিধা মধ্য নিম্নবিত্ত শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষা সহজ করে দিচ্ছে স্কলারশীপ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন Eduhub এর অফিশিয়াল হটলাইনে

পার্টটাইম জবের সুযোগ:

কানাডার সর্বশেষ রেগুলেশন অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালীন সময়ে সপ্তাহে বিশ ঘন্টা পার্টটাইম এবং সেমিস্টার ব্রেকে ফুলটাইম জব করতে পারে পার্টটাইম জবের জন্য আপনার শিক্ষা অনুমোদনপত্র যথেষ্ট, আলাদা কোনো কাজের অনুমোদনপত্রের প্রয়োজন হয় না

সহজ অভিবাসন স্থায়ীত্বের প্রক্রিয়া:

বিদেশে উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য যদি প্রবাসে বাস বা চাকুরি করা হয়, তবে কানাডার সহজ অভিবাসন প্রক্রিয়া আপনার সিদ্ধান্তগ্রহন সহজ করে দিবে ইউএসের জটিল অভিবাসন প্রক্রিয়ার তুলনায় কানাডা অনেক নমনীয় পোস্ট গ্রাজুয়েশনের পর শিক্ষার্থীরা কানাডিয়ান কার্য অনুমোদনের(Canadian Work Permit) জন্য আবেদন করতে ১৮০ দিন সময় পায় কানাডার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্কিং পারমিট প্রোগ্রাম’(PWPP) আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় সর্বোচ্চ বছরের স্নাতকোত্তর কার্য অনুমোদন দেয় তিন বছর শেষে উক্ত শিক্ষার্থীরা আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা অর্জন করে এবং স্থায়ীত্বের জন্য আবেদন করতে পারে

কানাডায় উচ্চশিক্ষার জন্য আপনার উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন, স্কলারশীপ ভিসাসংক্রান্ত সার্বিক সহযোগিতা পেতে Eduhub যোগাযোগ করুন Eduhub বাংলাদেশে প্রথম ওয়েববেজড প্রতিষ্ঠান যেখানে একইসাথে বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য, পরামর্শ, স্কলারশিপসংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায় একদম বিনামূল্যে Eduhub- পাচ্ছেন-

Ø  Eduhub- পাচ্ছেন কানাডা সহ যেকোনো দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য, পরামর্শ সহযোগীতা,

Ø  কানাডায় উচ্চশিক্ষার জন্য আবেদন, ভিসাসংক্রান্ত সাহায্য যোগ্যপ্রার্থীদের জন্য স্কলারশীপের ব্যবস্থা করে দিচ্ছে Eduhub,

Ø  Eduhub-এর সবধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে (Free)

বিস্তারিত জানতে ফোন করুন : ০১৭৬৮৩৬৭৪৭৭, ০১৮৪১৩৬৭৪৭৭, ০১৬৭৮৮২৪৪০০

 

 

Comments

Popular posts from this blog

মালয়েশিয়া: সাধ্যের মধ্যে ‘বিদেশে উচ্চশিক্ষার’ স্বপ্ন ছোঁয়ার সুযোগ

বিদেশে পড়তে যাওয়ার আগে আপনার যে বিষয়গুলি বিবেচনা করা উচিত