Posts

মালয়েশিয়া: সাধ্যের মধ্যে ‘বিদেশে উচ্চশিক্ষার’ স্বপ্ন ছোঁয়ার সুযোগ

Image
  মালয়েশিয়া : সাধ্যের মধ্যে ‘ বিদেশে উচ্চশিক্ষার ’ স্বপ্ন ছোঁয়ার সুযোগ দক্ষিন এশিয়ার সবচেয়ে প্রাণবন্ত দেশ মালয়েশিয়া । আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা , সমৃ দ্ধ সংস্কৃতি , জাতিবৈচিত্র্য , সৌন্দর্যমন্ডিত পর্যটনকেন্দ্র , চমৎকার খাদ্য বৈচিত্র্য , উন্নত নাগরিক জীবনযাত্রা , বিলাসবহুল শপিংমল এবং অভাবনীয় সাশ্রয়ীমূল্যের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষাকেন্দ্র হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মালয়েশিয়া। স্বল্পখরচে আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া র বিকল্প নেই। চাকুরী ও ব্যবসায়ক্ষেত্রেও রয়েছে অবাধ সুযোগ । যেসব কারনে মালয়েশিয়া আপনার কাঙ্ক্ষিত গন্তব্যস্থল হতে পারে , তা হলো - ·          ক্রমোন্নত আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা ব্যবস্থা : মালয়েশিয়া , দক্ষিন এশিয়ার একটি উদীয়মান উচ্চশিক্ষাকেন্দ্র । উচ্চশিক্ষা র জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তার দিক থেকে মালয়েশিয়া ১১তম স্থানে অবস্থান করছে । সারা বিশ্বের ১০০ এর বেশি দেশ থেকে ৮০০০০ এরও অধিক শিক্ষার্থী