কানাডা : বিশ্বমানের উচ্চশিক্ষার সহজতর পথ
কানাডা : বিশ্বমানের উচ্চশিক্ষার সহজতর পথ বিদেশে উচ্চশিক্ষার জন্য কানাডা হতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যস্থল । প্রতিবছর হাজার হাজার বিদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি জমায় । তাদের পছন্দের শীর্ষে রয়েছে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি , দ্যা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলোম্বিয়া , ইউনিভার্সিটি অফ আলবার্টা এবং সিমন ফ্রেজার ইউনিভার্সিটির মতো বিশ্বর ্যাংকিং এর প্রথমসারির বিশ্ববিদ্যালয়গুলো । এখানকার আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা পৃথিবীব্যাপি স্বীকৃত । ইউএস , কানাডা , অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় দেশের আন্তর্জাতিক র ্যাংকিংপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত ডিগ্রি সমমানের ধরা হলেও , আবেদনযোগ্যতা ও অভিবাসনে কানাডার সহজ শর্ত দেশটির প্রতি বিদেশী শিক্ষার্থীদের আকর্ষন বাড়িয়ে দিয়েছে বহুগুনে । বিদেশে উচ্চশিক্ষার প্রক্রিয়া ঝামেলাবহুল মনে হলে , আপনার জন্য কানাডা হতে পারে স্বপ্নপূরনের সহজ উপায় । যে কারনগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় উচ্চশিক্ষা সহজতর করে তুলছে তা হল...